নদীয়া, নিজস্ব সংবাদদাতা: — এই বছর মৃৎশিল্পীদের জন্য শারদীয় উৎসবের সময় অর্থনৈতিক অবস্থা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির কারণে অনেক প্রতিমা নষ্ট হয়েছে, যার ফলে প্রস্তুতিপর্বের ব্যয় বৃথা হয়েছে। তাছাড়া ক্রেতার উপস্থিতি তুলনামূলকভাবে কম হওয়ায়, স্বাভাবিক বিক্রি সম্ভব হয়নি। প্রতিবছর কিছু উপার্জনের আশায় লক্ষ্মী প্রতিমার পসরা সাজানো হয় রানাঘাটে, কিন্তু এবছর তাদের আশা ও লাভ দুটোই সমস্যায় পড়েছে।
রানাঘাটে লক্ষ্মী প্রতিমা বিক্রিতে মৃৎশিল্পীদের ক্ষতি, বৃষ্টিতে নষ্ট প্রতিমা ও কম ক্রেতা।

Leave a Reply