পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিজেপি শাসিত রাজ্যে এই রাজ্যের বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের দু’নম্বর কড়সা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে এবং কেউদী জামমনী উত্তর,দক্ষিণ ও দোমুয়ানী তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দোমুয়ানীতে প্রতিবাদ মিছিল করা হয়। এই প্রতিবাদী মিছিলে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার,ব্লক নেতৃত্ব কবিরুল ইসলাম, সাগর মন্ডল,স্মৃতিরঞ্জন দত্ত,অঞ্চল সভাপতি মইদুল খান,উপপ্রধান রাজু সেখ সহ বুথ ও অঞ্চল নেতৃত্ব। এই দিন এই মিছিলে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক পা মিলিয়েছেন
পরিযায়ী বাঙালি শ্রমিকদের নিগ্রহের প্রতিবাদে উত্তাল দোমুয়ানী — পথে নামল তৃণমূল।

Leave a Reply