পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- অঙ্গনওয়াড়ি মহিলা কর্মীদের দেওয়া হচ্ছে কাজের চাপ, কিন্তু সমস্ত কাজ অনলাইনে হওয়ার কারণে কাজের মধ্যে অসুবিধায় পড়তে হচ্ছে কর্মীদের, অবশেষে সরকারের তরফ থেকে অঙ্গনওয়াড়ি মহিলা কর্মীদের ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে মোবাইল দেওয়ার জন্য, কিন্তু শর্তসাপেক্ষে সেই মোবাইলের টাকা দেওয়াতে বহু সমস্যায় পড়তে হবে বলে বিক্ষোভ দেখাতে থাকে তারা, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া দু নম্বর ব্লকে, জানা গিয়েছে তিন শতাধিক মহিলা কর্মীদের ডাকা হয়েছে মোবাইলের টাকা দেওয়ার জন্য, কিন্তু অফিস ঘর ছোট হওয়ার কারণে অসুস্থ বোধ করছে কর্মীরা, পাশাপাশি বিভিন্ন শর্তসাপেক্ষে সেই টাকা তুলে দেওয়া হচ্ছে কর্মীদের, যেখানে বলা হয়েছে কাজ ছেড়ে দিলি বা কোন দুর্ঘটনা ঘটলে সেই মোবাইল ফেরত দিতে হবে, এমনকি মোবাইল রিচার্জের জন্য সামান্য পরিমাণ দেওয়া হচ্ছে টাকা, তাই কাজের দরুন নিজের টাকা খরচা করে মোবাইল চালাতে হচ্ছে তাদের, এইসব অভিযোগ তুলে এই দিন কোলাঘাট আই সি ডি এস অফিস চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে অঙ্গনওয়াড়ি কর্মীরা।
অঙ্গনওয়াড়ি মহিলা কর্মীদের শর্তাবলী সাপেক্ষে দেওয়া হচ্ছে মোবাইল,এতেই উত্তাল পাঁশকুড়া দু’নম্বর ব্লক ।

Leave a Reply