পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দুটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে দাউ দাউ করে জ্বলে উঠলো গাড়ী, দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নেভানো হয়। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের নীলা এলাকার ঘটনা। জানা গিয়েছে রবিবার ভোরে রাজ্য সড়কের ওপর দুটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হতেই আগুন ধরে যায় গাড়ী গুলিতে। ঘটনাস্থলে সবং থানার পুলিশ ও দমকলের তিনটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছে সবং থানার পুলিশ, অন্যদিকে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে।
মুখোমুখি সংঘর্ষে দাউদাউ করে জ্বলতে শুরু করল ডাম্পার,চাঞ্চল্য সবংয়ে।

Leave a Reply