দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কালীপুজো থেকে শুরু করে শহরের একের পর এক কালীমণ্ডপের উদ্বোধন করলেন পৌরপ্রধান অশোক কুমার মিত্র। সঙ্গে ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রিম ঝিম গুপ্তা। দু’জনে একসঙ্গে ফিতা কেটে বিভিন্ন পুজোমণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের সময় চারিদিকে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। অভিনেত্রীকে এক ঝলক দেখার জন্য এলাকাবাসীর মধ্যে ছিল প্রবল উৎসাহ। পাড়ার মানুষ থেকে শুরু করে তরুণ প্রজন্ম— সকলে ভিড় জমান উদ্বোধনী অনুষ্ঠানে। পৌরপ্রধান অশোক মিত্র জানান, “শহরের কালীপুজোগুলি আমাদের গর্বের ঐতিহ্য। সকলের সহযোগিতায় এ বছরও সুন্দর ও শান্তিপূর্ণভাবে পুজো হোক, এই কামনাই করি।” অন্যদিকে, অভিনেত্রী রিম ঝিম গুপ্তা স্থানীয় মানুষদের উচ্ছ্বাস দেখে মুগ্ধ হয়ে বলেন, “এখানকার মানুষের ভালোবাসা সত্যিই মন ছুঁয়ে গেল।”
উৎসবের শুরুতেই এমন জমজমাট পরিবেশে শহরজুড়ে এখন বইছে কালীপুজোর আনন্দের হাওয়া।
দক্ষিণ দিনাজপুরে কালীপুজোর উদ্বোধনে পৌরপ্রধান অশোক মিত্র ও অভিনেত্রী রিম ঝিম গুপ্তা।

Leave a Reply