দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাট সাড়ে তিন নম্বর মোড় ক্লাবের এবছর হীরক জয়ন্তী বর্ষ, এই ক্লাব হীরক জয়ন্তী বর্ষের কালীপুজোতে আজ একুশে অক্টোবর মঙ্গলবার বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত ক্লাবের নিজস্ব সভাঘরে প্রবীণ নাগরিকদের সম্মাননা জ্ঞাপন ও আলোচনা সভার আয়োজন করলো। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাড়ে তিন নম্বর মোড় ক্লাবের সভাপতি অরিন্দম চক্রবর্তী। দক্ষিণ দিনাজপুর প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চ এই আলোচনা সভাটিকে পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করে। এদিনের সভায় প্রবীণ নাগরিকদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনার পাশাপাশি প্রবীণ নাগরিকদের এখনো সমাজে গুরুত্ব আছে এবং তাঁরাও সমাজকে অনেককিছু দিতে পারে সেই বিষয়েও আলোচনা হয়। এছাড়াও সরকারি ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধাগুলো তাঁরা না জানার কারণে পায় না সেই বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি সমাজে সঙ্গীত ও সংস্কৃতির একাল সেকাল নিয়েও একটি মনোজ্ঞ আলোচনা হয়। আলোচনা সভায় দক্ষিণ দিনাজপুর প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চের পক্ষ থেকে মঞ্চের সভাপতি সরোজ কুমার কুন্ডু, মঞ্চের প্রাক্তন সভাপতি তথা রাজ্য কমিটির সদস্য চঞ্চল কুমার শিকদার, মঞ্চের প্রাক্তন সভাপতি অরুন কুমার সেন, বিশিষ্ট আইনজীবী প্রদীপ্ত কিরণ সরকার, লেখক ও সমাজসেবী কৃষ্ণপদ মন্ডল, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রদোষ মিত্র প্রমুখ ব্যক্তিরা বক্তব্য রাখেন। বালুরঘাট শহর ও শহরতলীর বহু প্রবীণ নাগরিক ব্যক্তি আজকের এই আলোচনা সভায় অংশগ্রহণ করে আলোচনা সভাটিকে সাফল্যমন্ডিত করে। আলোচনা সভাটি পরিচালনার পাশাপাশি সঞ্চালনা করেন সাড়ে তিন নম্বর মোড় ক্লাবের পুজো কমিটির সভাপতি দুর্গা শংকর সাহা।
বালুরঘাট সাড়ে তিন নম্বর মোড় ক্লাবের হীরক জয়ন্তী বর্ষের কালীপুজোতে প্রবীণ নাগরিকদের সম্মাননা জ্ঞাপন ও আলোচনা সভার আয়োজন করলো।

Leave a Reply