বীরভূম-রাজনগর, নিজস্ব সংবাদদাতাঃ- Help Us Help Them নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে স্কুলের বাচ্চাদের মানসিক সুস্থতার জন্য ও আত্ম রক্ষার কৌশল শেখাতে বিশেষ প্রশিক্ষণ ‘ ‘কালারিপায়াত্তু’ তথা ‘কালাহারি’র মাধ্যমে দেওয়া হচ্ছে৷ সংস্থার পক্ষ থেকে বীরভূম জেলা প্রোগ্রাম ম্যানেজার নৃপেন্দ্রনাথ সৌ এবিষয়ে মিডিয়াকে প্রতিক্রিয়া জানান৷ জানা গিয়েছে, এই স্বেচ্ছাসেবী সংস্থার দ্বারা পশ্চিমবঙ্গের ১০০ টি স্কুলে, বীরভূমের ১০ টি স্কুলে পঠন পাঠনের মান উন্নয়ন, বাচ্চাদেরকে হাতে কলমে আনন্দদায়ক শিক্ষা দানের উদ্দেশ্যে স্কুলগুলিতে বিভিন্ন ধরণের কার্যক্রম পরিচালিত হচ্ছে৷ মার্শাল আর্ট হিসাবে ‘ কালারি পায়াত্তু ‘ বা ‘কালাহারি’ প্রতিরক্ষা কৌশল, নৃত্য, যোগ ব্যায়াম, নিরাময় পদ্ধতি এবং ফিজিওথেরাপিউটিক চিকিৎসার এক অনন্ব সমন্বয়৷ বাচ্চাদের মানসিক সুস্থতার জন্য ও আত্ম রক্ষার কৌশল শেখাতে কালারি পায়াত্তুর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷ খয়রাশোল শিশুভারতী বিদ্যামন্দির, রাজনগর অমিতা বিদ্যানিকেতনে একই দৃশ্য লক্ষ্য করা যায়৷ প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পাঠরত বাচ্চাদের জন্য এই প্রশিক্ষণ৷ অমিতা বিদ্যানিকেতনে কলকাতা থেকে আগত শিক্ষিকা মিতা বাড়ুই প্রশিক্ষণ দেন৷ সপ্তাহে একদিন বিনা মূল্যে এই প্রশিক্ষণ দেওয়া হবে নিয়মিত৷ এতে খুশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঠাকুরদাস ভান্ডারী ও অভিভাবকরা৷ এমন উদ্যোগের প্রশংসা করেন অনেকে৷
বীরভূমের রাজনগর থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট বঙ্গ এক্সপ্রেস নিউজHelp Us Help Them নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে স্কুলের বাচ্চাদের মানসিক সুস্থতার জন্য ও আত্ম রক্ষার কৌশল শেখাতে বিশেষ প্রশিক্ষণ ‘ ‘কালারিপায়াত্তু’ তথা ‘কালাহারি’র মাধ্যমে দেওয়া হচ্ছে৷ সংস্থার পক্ষ থেকে বীরভূম জেলা প্রোগ্রাম ম্যানেজার নৃপেন্দ্রনাথ সৌ এবিষয়ে মিডিয়াকে প্রতিক্রিয়া জানান৷ জানা গিয়েছে, এই স্বেচ্ছাসেবী সংস্থার দ্বারা পশ্চিমবঙ্গের ১০০ টি স্কুলে, বীরভূমের ১০ টি স্কুলে পঠন পাঠনের মান উন্নয়ন, বাচ্চাদেরকে হাতে কলমে আনন্দদায়ক শিক্ষা দানের উদ্দেশ্যে স্কুলগুলিতে বিভিন্ন ধরণের কার্যক্রম পরিচালিত হচ্ছে৷ মার্শাল আর্ট হিসাবে ‘ কালারি পায়াত্তু ‘ বা ‘কালাহারি’ প্রতিরক্ষা কৌশল, নৃত্য, যোগ ব্যায়াম, নিরাময় পদ্ধতি এবং ফিজিওথেরাপিউটিক চিকিৎসার এক অনন্ব সমন্বয়৷ বাচ্চাদের মানসিক সুস্থতার জন্য ও আত্ম রক্ষার কৌশল শেখাতে কালারি পায়াত্তুর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷ খয়রাশোল শিশুভারতী বিদ্যামন্দির, রাজনগর অমিতা বিদ্যানিকেতনে একই দৃশ্য লক্ষ্য করা যায়৷ প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পাঠরত বাচ্চাদের জন্য এই প্রশিক্ষণ৷ অমিতা বিদ্যানিকেতনে কলকাতা থেকে আগত শিক্ষিকা মিতা বাড়ুই প্রশিক্ষণ দেন৷ সপ্তাহে একদিন বিনা মূল্যে এই প্রশিক্ষণ দেওয়া হবে নিয়মিত৷ এতে খুশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঠাকুরদাস ভান্ডারী ও অভিভাবকরা৷ এমন উদ্যোগের প্রশংসা করেন অনেকে৷
রাজনগরে স্কুলের ছাত্রছাত্রীদের আত্মরক্ষায় ‘কালারিপায়াত্তু’ প্রশিক্ষণ — উদ্যোগ স্বেচ্ছাসেবী সংস্থার।

Leave a Reply