প্রশাসনের উপর আস্থা হারিয়ে গ্রামের মানুষরা যাতায়াতের জন্য নিজেদের উদ্যোগে লক্ষ্য টাকা ব্যয়ে তৈরি করল নদীর উপর বাঁশের সাঁকো।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রশাসনের উপর আস্থা হারিয়ে গ্রামের মানুষরা যাতায়াতের জন্য নিজেদের উদ্যোগে লক্ষ্য টাকা ব্যয়ে তৈরি করল নদীর উপর বাঁশের সাঁকো।
বন্যার কারণে শিলাবতী নদীতে জল বেড়ে ভেঙে গিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু’নম্বর ব্লকে নিত্যানন্দপুর এলাকায় শিলাবতী নদীর ওপরে থাকা অস্থায়ী বাঁশের সাঁকো। যার ফলে চরম সমস্যায় পড়তে হয় ওই এলাকার কেসাডাল, পাচামি, দেওয়ান, কালিকাপুর সহ একাধিক গ্রামের সাধারণ মানুষের কে। বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় নৌকায় করেই চলতো ঝুঁকির পারাপার। এলাকার সাধারণ মানুষ বারবার প্রশাসনিক দপ্তরে জানিয়েও হয়নি কোনো সূরাহা। তাই গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে বাঁশ ও অন্যান্য সামগ্রী দিয়ে যাতায়াতের জন্য নদীর উপর তৈরি করলো সাঁকো। সাঁকো তৈরীতে প্রায় ২ লক্ষ টাকা ব্যায় হয়ছে বলে দাবি গ্রামবাসীর। তবে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ওই এলাকায় তৈরি হোক একটি কংক্রিটের ব্রিজ। তবে প্রশাসনের তরফে বার বারে পরিদর্শন করা হলেও কবে ব্রীজ তৈরি হবে উত্তর নেই কারো কাছে। এ বিষয়ে চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অলক ঘোষ বলেন, দুই ব্লকের বিভিন্ন এলাকায় বন্যায় অস্থায়ী সাঁকো গুলি ভেঙে গিয়েছিল,বেশ কিছু জায়গায় প্রশাসনের উদ্যোগে তা মেরামত করা হয়েছে। গ্রামের মানুষের সুকো তৈরীর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *