বালুরঘাটে শতাব্দীপ্রাচীন বুড়াকালী মন্দিরে তুমুল উত্তেজনা — টাকা দিয়েও ভোগ না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন ভক্তরা!

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ ——কালীপুজোর পরদিনই তুমুল উত্তেজনা বালুরঘাটের শতাব্দীপ্রাচীন বুড়াকালী মন্দিরে।সেই পুনরাবৃত্তি একই পরিস্থি টাকা দিয়েও মায়ের প্রসাদ না মেলায় ক্ষোভে ফেটে পড়েন ভক্তরা। মঙ্গলবার এর বুধবার দুপুরে সেই ক্ষোভই রূপ নেয় উত্তেজনায়। একসময় ভোগের হাড়ি ভাঙচুর ও রসিদ ছিঁড়ে প্রতিবাদে সামিল হন বহু ভক্ত। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে বালুরঘাট থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ ও মন্দির কমিটির হস্তক্ষেপে আজও শেষমেশ স্বাভাবিক হয় পরিস্থিতি, দেওয়া হয় প্রসাদও। যদিও এই ঘটনাকে বিক্ষিপ্ত ঘটনা বলে দাবি করেছে বুড়াকালী মন্দির কতৃপক্ষ। তবে কমিটির কাওকে দেখা যায় নি মন্দির চত্তরে।।
প্রতিবছরের মতো এবারও কালীপুজোর পরদিন সকাল থেকে মন্দির প্রাঙ্গণে প্রসাদের জন্য ভক্তদের উপচে পড়া ভিড়। মন্দির কমিটির নিয়ম অনুযায়ী সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ভোগ বিলি হওয়ার কথা। অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যেও অনেক ভক্তকে খালি হাতে ফিরতে হয়েছে।কেউ কেউ কালি পুজোর পড়ের দিন ভোগ বিতরনের ভিড় এরাতে সেই দিন ভোগ নিতে না এসে বুধবার ভোগ নেওয়ার জন্য একই পরিস্থ। দেড়শো টাকা দিয়ে রসিদ কেটে প্রসাদ না মেলায় ক্ষোভে উত্তেজিত হয়ে পড়েন তারা। “ভোগের টাকা দিয়েও যদি মায়ের প্রসাদ না মেলে, তাহলে আমরা যাব কোথায়?”—এদিন সেই প্রশ্ন তুলেই সরব হয়েছে একাধিক ভক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *