দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রাত পোহালে ভাইফোঁটা, আর সেই উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সহ গোটা জেলা জুড়ে মিষ্টির দোকানে ভিড় জমেছে। বোনেরা তাদের ভাইদের মিষ্টিমুখ করানোর জন্য বিভিন্ন ধরনের মিষ্টি কিনতে ব্যস্ত। দোকানগুলোতে এবছর হরেক রকম মিষ্টির পসরা সাজানো হয়েছে, যাতে ভাইদের পছন্দমতো মিষ্টি পেতে পারে। এক মিষ্টির দোকানদার জানান, তার দোকানে প্রায় ১০০ ধরনের মিষ্টি রয়েছে। ভাইরা শুধু মিষ্টি নয়, নোনতা মিষ্টিরও চাহিদা দেখাচ্ছেন, তাই সেই অনুযায়ী নোনতা মিষ্টি প্রস্তুত রাখা হয়েছে।
সুবর্ণা সরকার নামক এক বোন মিষ্টি কিনতে এসে জানান, তিনি তার ভাইদের জন্য চকলেট টাইপের মিষ্টি নিতে চান। ভাইফোঁটার মতো বিশেষ দিনে মিষ্টির দোকানগুলোতে প্রচুর খদ্দের ভিড় করছেন, এবং মিষ্টি দেখে অনেকেই খুশি হয়ে যাচ্ছেন। এভাবে, ভাইফোঁটার আনন্দের সাথে মিষ্টির দোকানগুলোও যেন উৎসবের রঙে ভরে উঠেছে।
Leave a Reply