
গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বিজেপির সভার পুলিশি অনুমতি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আগামীকাল দুপুরে গঙ্গারামপুর স্টেডিয়ামে বিজেপির ‘বিজয় সংকল্প সভা’ কর্মসূচি রয়েছে। সভায় প্রধান বক্তা হিসেবে থাকবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিকে স্টেডিয়ামে সভা করার অনুমতি তৃণমূল পরিচালিত গঙ্গারামপুর পৌরসভা দিলেও, পুলিশি অনুমতি মেলেনি। যা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপিতে।
এদিন বিকেলে গঙ্গারামপুর বিজেপি কার্যালয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী এ বিষয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন। তিনি জানান, গত ১৭ তারিখে গঙ্গারামপুর থানায় লিখিতভাবে পুলিশ পারমিশন এর আবেদন জানানো হয়। দীর্ঘ টালা-বাহানার পর, এদিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সঠিকভাবে আবেদন না করায় পারমিশন দেওয়া সম্ভব নয়। যদিও বিজেপি জেলা সভাপতির বক্তব্য, সঠিক ও লিখিতভাবেই সভার পারমিশন চাওয়া হয়েছিল। তিনি আরো জানান, পুলিশ পারমিশন না দিলেও, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট দিনেই বিজেপির বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, পুলিশ তৃণমূলের দলদাস হয়ে গিয়েছে। এর বিরুদ্ধে পরবর্তীতে আন্দোলনে নামবো। পুলিশ কার্যালয় তৃণমূলের পার্টি অফিস হয়ে গিয়েছে, সেই দাবিতে পুলিশ কার্যালয়ে তৃণমূলের দলীয় পতাকা লাগানোর দাবিতে আমরা পুলিশ সুপার অফিস ঘেরাও করবো।












Leave a Reply