বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত বিরহিনি গ্রামে এক আদিবাসী পুরুষকে ‘ডাইন’ বলে অপবাদ দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। অভিযোগ, এই মিথ্যা অপবাদে আক্রান্ত ব্যক্তি যখন আইনি সাহায্যের আশায় থানায় অভিযোগ দায়ের করতে যান, তখন কিছু ব্যক্তির পক্ষ থেকে কিংবা থানা-সংলগ্ন প্রভাবশালী মহলের মাধ্যমে তাঁর কাছ থেকে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় আদিবাসী সমাজ। শুক্রবার সকালে শত শত আদিবাসী নারী-পুরুষ বালুরঘাট থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেন। হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানে মুখরিত ছিল গোটা এলাকা। তাঁদের মূল দাবি —
“একজন নিরীহ আদিবাসী মানুষকে ডাইন বলে অপমান করা হয়েছে, আর অভিযোগ করতে গেলে উল্টো টাকা দাবি করা হচ্ছে — এটা শুধু অন্যায় নয়, প্রশাসনিক দুর্নীতিরও জ্বলন্ত উদাহরণ।”
> “আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি, আদিবাসী সমাজের মানুষদের ‘ডাইন’ অপবাদ দিয়ে হেনস্থা করা হচ্ছে। এটা শুধুমাত্র অন্ধবিশ্বাস নয়, এটি সামাজিক ও জাতিগত নিপীড়ন। এবার যখন একজন ভুক্তভোগী ন্যায় চাইতে থানায় গেলেন, তখন তাঁকে টাকা দেওয়ার জন্য বলা হয়েছে — এটা একেবারেই সহ্য করা যায় না।”












Leave a Reply