
নিজস্ব সংবাদদাতা, নদিয়াঃ- ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পরলো কাঁটা যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা , এবার এই অভয় মন্ত পরিবর্তন হয়ে বোনের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পরলো কাঁটা এই মন্ত্রকে সামনে রেখে অভিনব উদ্যোগ নিলো নদিয়ায় রানাঘাটে। বাড়ছে নারী নির্যাতনের ঘটনা,নারী নিরাপত্তায় বোন ফোঁটার আয়োজন রামনগর নবজাগরণ সংঘ ও লাইব্রেরির। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পড়লো কাঁটা, ভাইফোঁটার দিনে এতদিন ভাইয়েদের মঙ্গল কামনায় বোনেরা এই রীতি পালন করছে দীর্ঘদিন ধরে। কিন্তু বর্তমান সময়ে রাজ্যে যে হারে বোনেদের ওপর নির্যাতনের ঘটনা সামনে আসছে, তাতে এবার ভাইয়েদের রক্ষায় ভাই ফোটা নয়, বোনদের রক্ষায় এবার বোন ফোঁটার আয়োজন করলো রামনগর নব জাগরণ সংঘ ও লাইব্রেরি। বৃহস্পতিবার ক্লাবের উদ্যোগে ক্লাবের পূজা প্রাঙ্গনে এলাকার মা বোনদের নিরাপত্তার অঙ্গীকার করে প্রায় ৫০ জন মহিলাকে ফোঁটা দিলেন ক্লাবের পুরুষ সদস্যরা। বর্তমান সময়ে এহেন উদ্যোগ আরও প্রয়োজন বলেই এদিন দাবি করেন উদ্যোক্তারা।












Leave a Reply