
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিজয়া সংকল্প সভা। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এদিনের সভা ঘিরে উচ্ছ্বাস দেখা যায় কর্মী–সমর্থকদের মধ্যে।
সভামঞ্চে শুভেন্দু অধিকারীর পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্র সরকারের প্রতিমন্ত্রী ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, গঙ্গারামপুর বিধানসভার বিধায়কসহ জেলার অন্যান্য বিজেপি নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তৃতায় বিরোধী দলনেতা রাজ্যের বর্তমান শাসনের বিরুদ্ধে সরব হয়ে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান।
এদিনের সভা থেকে সংগঠনকে আরও মজবুত করার বার্তা দেন শুভেন্দু অধিকারী। সভা শেষে কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়।












Leave a Reply