ছট পুজোর প্রস্তুতি তুঙ্গে বীরপাড়ায়, ৮০০ ঘাট তৈরি, নিরাপত্তা জোরদার।

বীরপাড়া, নিজস্ব সংবাদদাতাঃ- আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরই অনুষ্ঠিত হতে চলেছে লোক-আস্থার মহা উৎসব ছট পূজা। প্রতি বছরের মতো এ বছরও আলিপুরদুয়ারে জেলার মাদারিহাট ব্লকের বিরপাড়ায়এই পুজোকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। আগামী ২৬ ও ২৭ অক্টোবর ছট পূজা অনুষ্ঠিত হবে, যার জন্য গেরগেন্ডা নদীতে ঘাট তৈরির কাজ চলছে জোর কদমে।

ছট পূজা কমিটির চেয়ারম্যান বিজয় কুমার সিং জানিয়েছেন, এ বছর প্রায় ৮০০ টি ঘাট তৈরি করা হচ্ছে। পুজো উপলক্ষে অনুষ্টিত হবে মেলা, গঙ্গা আরতি ,সাংস্কৃতিক অনুষ্ঠান (ইউপি বিহার ঝাড়খণ্ড থেকে শিল্পী আসবেন) এবং ভাণ্ডারার (অন্ন বিতরণ) ব্যবস্থা করা হচ্ছে।
হাজার হাজার ভক্ত ও সাধারণ মানুষের যাতে কোনো প্রকার অসুবিধা না হয়, তার জন্য বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

শুক্রবার দুপুরে ঘাটের প্রস্তুতি সরেজমিনে দেখতে আসেন স্থানীয় জনপ্রতিনিধি মনোজ টিগ্গা। তিনি পুজোর আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, “প্রত্যেক বছরের মতোই এ বছরও খুব ভালো করে পুজো সম্পূর্ণ হবে বলে আশা করছি।”

অন্যদিকে, পুণ্যার্থীদের সুরক্ষার বিষয়টিকে নিশ্চিত করতে এদিন ঘাট পরিদর্শনে আসেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার (এসপি) রঘুবংশী। তিনি সার্বিক সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেন। তাঁর সঙ্গে ছিলেন বীরপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন দাস। পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, পুজো চলাকালীন ভিড় নিয়ন্ত্রণ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সূর্য দেবের আরাধনার এই মহাপর্বকে নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন ও পূজা কমিটি যৌথভাবে কাজ করছে। ঘাট তৈরির চূড়ান্ত কাজ এখন দ্রুত গতিতে চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *