
বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীসভা। শনিবার বুনিয়াদপুর শহরের সুকান্ত ভবনে জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীসভা অনুষ্ঠিত হয়। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে উলুধ্বনি দিয়ে কর্মীসভার সূচনা করেন রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও কর্মীসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী স্নেহলতা হেমরম, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল, দক্ষিণ, দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা, সহ জেলার নেতৃত্বগন।
এদিন বুনিয়াদপুরে দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় চন্দ্রিমা ভট্টাচার্য বলেন এবারের বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার ছটা বিধানসভায় ছটাই পাবে তৃণমূল কংগ্রেস। বিরোধীদের নাম না করেই তিনি বলেন যারা ভাবছেন উত্তরবঙ্গে কিনা করে দেবেন তাদের ভাবনা ভুল। উত্তরবঙ্গের দুর্যোগ হয়ে গেল কাউকে দেখা গেল না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাত এরপর রাত জেগে সেখানে ত্রাণ বিলি করলেন। যারা ভাবছেন উত্তরবঙ্গ বিশ্বমুখী করে ফেলেছেন তাদের দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় যাবার পর কনভয় নিয়ে ঢোকার চেষ্টা করছে। মানুষ এগুলো দেখে বুঝে গেছে। চন্দ্রিমা ভট্টাচার্য এদিন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন।












Leave a Reply