
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দীর্ঘদিন ধরে খিদিরপুর শ্মশানের ওপর চাপ কমাতে বালুরঘাট পুরসভা এবার শহরের চকভবানী মহাশ্মশানে অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লি তৈরির উদ্যোগ নিল। বৃহস্পতিবার দুপুরে পৌরপিতা অশোক মিত্র, সুভাষ ভাওয়াল, সুভাষ চাকীসহ বিশিষ্টদের উপস্থিতিতে এর শিলান্যাস হলো। প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে এই চুল্লি তৈরি হবে।
পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে এটি দ্রুত চালু করা হবে। এর ফলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মরদেহ সৎকারের চাপ খিদিরপুর শ্মশানের ওপর থেকে অনেকটাই কমবে। শহরবাসীর আশা, চকভবানীর এই নতুন চুল্লি চালু হলে শেষকৃত্য প্রক্রিয়া যেমন দ্রুত ও পরিচ্ছন্ন হবে, তেমনই খিদিরপুর শ্মশানও স্বস্তি পাবে।












Leave a Reply