কাকা-ভাইজির প্রেমকে কেন্দ্র করে রক্তাক্ত হরিশ্চন্দ্রপুর, ভাইপোকে কুপিয়ে খুন করল কাকা।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – নিজেদের পরিবারের মধ্যেই কাকা ভাইজির প্রেম আর সেই প্রেমের জেরে রক্তাক্ত মালদহের হরিশ্চন্দ্রপুর। পরিবারের মধ্যে প্রেম নিয়ে বিবাদের জেরে বাড়ির উঠোনের মধ্যেই ভাইপোকে কুপিয়ে খুন করলো কাকা। মৃত ভাইপোর নাম মন্টু মন্ডল (৪৩)। অভিযুক্ত ভরত মন্ডলকে গ্রামবাসীরা হাতে-নাতে পাকড়াও করে বেধড়ক মারধর করে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে গুরুতর আহত অবস্থায় ভরত মন্ডল হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন। পলাতক কাকিমা গীতা মন্ডল। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ভাজন্না গ্রামে।।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাজন্না গ্রামের বাসিন্দা মন্টু মন্ডলের তিন মেয়ে এক ছেলে। মন্টু মন্ডলের এক মেয়ের সঙ্গে মন্টুর নিজের কাকা ভরত মন্ডলের ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কে এরা কাকা ভাইজি। এই নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। ছয় মাস আগে, মন্টু মন্ডলের মেয়ে এবং ভরত মন্ডলের ছেলে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সম্প্রতি মন্টুর মেয়ে বাড়ি ফিরে আসলেও ভরত মন্ডলের ছেলে বাড়ি ফেরেনি। এই বিষয় নিয়ে হঠাৎ করে দুই পরিবারের মধ্যে গন্ডগোল বেধে যায়। এই সময় আচমকাই হাসুয়া নিয়ে মন্টুর উপর চড়াও হন কাকা ভরত মন্ডল। মন্টুর ওপর এলোপাথারি হাসুয়ার কোপ চালানো হয়। পেটে বুকে এবং গলায় একাধিক জায়গায় মন্টুর আঘাত লাগে। উঠোনে লুটিয়ে পড়েন মন্টু। গ্রামের বাসিন্দারা তড়িঘড়ি তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *