
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কুশমন্ডি ব্লকের বিভিন্ন অঞ্চলে আমন ধানের ক্ষেতে চোষক পোকার আক্রমণে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। মাঠে ধান গাছের রস শুষে নিচ্ছে চোষক পোকা, ফলে ফসলের ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এদিন ছিল কুশমন্ডি ব্লকের কৃষকদের শস্যবীমা জমা দেওয়ার শেষ তারিখ। সকাল থেকেই কৃষি দপ্তরে বীমা জমা দিতে লম্বা লাইন দেখা যায়। শস্যবীমার ফরম জমা দিতে লাইনে দাঁড়িয়ে থাকা এক কৃষক, সুকান্ত মাহাতো বলেন, “আমার এক একরেরও বেশি জমিতে চোষক পোকার আক্রমণ হয়েছে। ধানের অবস্থা খুব খারাপ। এখন সারা বছর খাবে কি এই চিন্তায় ঘুম নেই।”
এই ধান ফসলের উপরই নির্ভর করছে সুকান্তবাবুর মতো বহু কৃষকের সংসারের রুটি-রুজি। তাই পোকামাকড়ের দাপটে তারা এখন দিশেহারা।
এই প্রসঙ্গে কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস বলেন, “আমি কৃষকদের শস্যবীমা করার জন্য অনুরোধ জানিয়েছি। কেউ যদি ফরম ফিলাপ করতে না পারে, আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।”
কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, আক্রান্ত ধানক্ষেত পরিদর্শনের জন্য ও প্রতিকারের কৃষি বিশেষজ্ঞদের একটি দল পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।












Leave a Reply