
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- ফালাকটা ব্লকের গুয়াবর নগর গ্রাম পঞ্চায়েতের প্রমোদনগর এলাকায় শাসকদল তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন। তৃণমূল ছেড়ে ১৫ টি পরিবার যোগ দেয় বিজেপিতে বলে দাবি বিজেপি নেতৃত্বের। মঙ্গলবার সন্ধ্যায় ১৩/১৬৬ নম্বর পাটে ওই যোগদান কর্মসূচির আয়োজন করে বিজেপি। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলেন দেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। এদিন বিজেপির ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফালাকাটা বিধায়ক দীপক বর্মন, বিজেপির ফালাকাটা ৪ নম্বর মন্ডল সভাপতি ফনিভুষন রায় ছিলেন বিজেপির ফালাকাটা ৪ নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক সুব্রত সাহা, ফালাকাটা ৪ নম্বর মন্ডল সম্পাদক অর্ণব ঘোষ ছিলেন গুয়াবরনগর অঞ্চল প্রমুখ দুলাল রায় সহ অন্যান্য নেতৃত্ব।












Leave a Reply