
বুনিয়াদপুর, নিজস্ব সংবাদদাতা : – এক সাথে তিন বিভাগে প্রথম স্থান ও এক বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে রাজ্যব্যাপী নাট্য প্রতিযোগিতায় অনন্য রেকর্ড করলো দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌর শহরের আরণী নাট্য সংস্থা। দেহশ্রী ব্যাযামাগার -এর ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপী চলা রায়গঞ্জ দিপালী উৎসব ২০২৫ নাট্য প্রতিযোগিতায় মোট নয়টি নাট্য সংস্থা তাদের নাটক পরিবেশন করেন। এর মধ্যে শ্রেষ্ঠ প্রযোজনা,শ্রেষ্ঠ নির্দেশক, শ্রেষ্ঠ নায়ক ও শ্রেষ্ঠ দ্বিতীয় অভিনেত্রীর পুরস্কার অর্জন করে নেয় বুনিয়াদপুর আরণী নাট্য সংস্থা।
সংস্থার পক্ষ থেকে জানা যায়, মুকাদ্দার কা সিকান্দার ‘ নাটক পরিবেশন করে এই অর্জন। একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের বেঁচে থাকার লড়াই কে কেন্দ্র করে এই নাটক। আর এতেই বাজিমাত পুরস্কৃত হলো শ্রেষ্ঠত্বের পুরস্কারে, শ্রেষ্ঠ প্রযোজনা – মুকাদ্দার কা সিকান্দার,শ্রেষ্ঠ নির্দেশক- শুভাশিস চক্রবর্তী ।
শ্রেষ্ঠ অভিনেতা- জগৎ সিংহ
শ্রেষ্ঠ দ্বিতীয় অভিনেত্রী- সুস্মিতা দাস।
উল্লেখ্য, ১৯৯৮ সালে কিছু নাট্য প্রেমী মানুষ ছোট্ট শহর বুনিয়াদপুরে স্থাপিত করে বুনিয়াদপুর আরণী নাট্য সংস্থা, এর পরে টাঙ্গন দিয়ে প্রবাহিত হয়েছে বহু স্রোত। দীর্ঘ প্রচেষ্টায় আরণী নাট্য সংস্থা অর্জন করেছে নানান পুরস্কার। দেশ থেকে বিদেশে মাটিতেও পরিবেশন করেছে নাটক। কুড়িয়েছে বহু নাট্য প্রেমীদের ভালোবাসা। আর রায়গঞ্জ দিপালী উৎসব ২০২৫ এ শ্রেষ্ঠত্বের পুরস্কার আর এক নতুন পালকের সংযোজন হলো আরণী নাট্য সংস্থার মুকুটে। আবার রাজ্যের দরবারে নাম উজ্জ্বল হল বুনিয়াদপুরের।












Leave a Reply