
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতাঃ- জেলা পরিষদের উদ্যোগে মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লকের মধুরকুল অঞ্চলের লস্করপুর গ্রামের মোসাকুল সেখ এর বাড়ি থেকে কার্তিক মণ্ডলের বাড়ি পর্যন্ত 1140 মিটার ৩২ লক্ষ টাকার পিচ রাস্তার শুভ উদ্বোধন করলেন ডোমকল ব্লকের এক ঝাঁক নেতাকর্মী। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমকল তৃণমূল ব্লক সভাপতি হাজিকুল ইসলাম। উপস্থিত ছিলেন টাউন সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান উপস্থিতি ছিলেন রুপা সরকার উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আলম খান উপস্থিত ছিলেন আই এন টি সি ইউ এর সভাপতি নূরাবুল ইসলাম উপস্থিত ছিলেন ডোমকল ব্লক যুব সভাপতি প্রসেনজিৎ ঘোষ, সহ আরো অনেকে।












Leave a Reply