
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- শুক্রবার ফালাকাটা থানার এএসআই দিলীপ কুমার সরকার এবং জটেশ্বর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের নাংডালা লাইন শিশু শিক্ষা কেন্দ্রে পালন করা হল শিশু দিবস।
উৎসবের আবহে কেন্দ্রটি দিনভর মুখরিত হয়ে ওঠে খুদেদের欢আনন্দে। প্রায় ৮০ জন ছোট্ট পড়ুয়ার হাতে খাতা, পেনসিলসহ নানান শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানান, চা-বাগান এলাকার শিশুদের শিক্ষায় উৎসাহ জোগাতেই এই উদ্যোগ।












Leave a Reply