
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- বিধায়ক তহবিলের অর্থে আলিপুরদুয়ার প্যারেড-গ্রাউন্ডে উদ্ভোদন হলো ওপেন জিম-এর। সোমবার বিকেলে আনুষ্ঠানিক এর শুভ উদ্ভোদন করেন জেলা শাসক আর বিমলা। ছিলেন জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশি সহ বিশিষ্ট জনেরা।জানা গিয়েছে, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের বিধায়ক উন্নয়ন প্রকল্পের তহবিলে নির্মিত হয়েছে এই “অন-ফিল্ড ওপেন জিম”। মূলত: শহরের হৃৎপিন্ডে অবস্থিত এই বিশালাকার মাঠে সকাল-বিকাল বহু মানুষ শরীর চর্চা করে থাকেন। তাদের সুবিধার্থেই বিধায়ক তহবিলের প্রায় ৯ লক্ষ ৩৫ হাজার টাকা ব্যায়ে এর নির্মান করা হয়েছে বলে জানান বিধায়ক সুমনের। এতে সাধারন মানুষ উপকৃত হবেন বলে দাবী তার।












Leave a Reply