
দাসপাড়া, নিজস্ব সংবাদদাতাঃ- শবিবার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের খাটাখুয়া বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হল দাসপাড়া অঞ্চল সেবা দলের কর্মীসভা। এই সভায় দাসপাড়া অঞ্চল সেবা দলের 35 জনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। অঞ্চল সভাপতির দায়িত্ব দেওয়া হয় কংগ্রেস নেতা তাজিমুদ্দিন কে। সভায় উপস্থিত ছিলেন বরিস্ট কংগ্রেস নেতা অশোক রায়, চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি মোঃ মোসিরুদ্দিন, চোপড়া ব্লক সেবা দলের ব্লক সভাপতি ওয়াহিদুর রহমান, যুব কংগ্রেস সভাপতি মহবুব আলম, সহকারী সভাপতি সাবির সহ অন্যান্যরা।












Leave a Reply