
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- রাস্তার ধারে পড়ে রয়েছে প্রচুর আধার কার্ড। সেগুলো আসল না কি জাল তা নিয়েই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ফালাকাটা ব্লকের জটেশ্বর সাহাপাড়া মোড় এলাকার কাছে রাস্তার ধারে থেকে প্রচুর আধার কার্ড উদ্ধার হয়েছে রবিবার দুপুরে। রাস্তার ধার থেকে ওই আধার কার্ড উদ্ধার হওয়ায় চরম চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিন দুপুরে স্থানীয়দের নজরে আসে এই বিষয়টি। ওই এলাকার বাসিন্দারা রাস্তা দিয়ে যাবার সময় আধার কার্ডগুলো দেখতে পান। এই কার্ডগুলি কোথা থেকে এসেছে অথবা কেউ ফেলে দিয়েছে কিনা তার কারণ জানা যায়নি এখনও। এদিকে ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে জটেশ্বর ফাঁড়ির পুলিশ। তাঁরা এসে আধার কার্ডগুলো উদ্ধার করে নিয়ে যায়। আধার কার্ডের মতো এত গুরুত্বপূর্ণ কার্ড এবং নথি কীভাবে রাস্তায় পড়ে রয়েছে তা নিয়ে প্রশ্ন ওঠেছে।












Leave a Reply