জাতীয় শিশু সপ্তাহে শিশু সুরক্ষা আলোচনা ও উচ্চ ফলনশীল কলাগাছের চারা বিতরণ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- জাতীয় শিশু সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার বিনশিরা গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি বিশেষ সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ রোধ ও নারী পাচার প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। শিশুদের পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে এদিন গ্রামবাসীদের মধ্যে বিনামূল্যে উচ্চ ফলনশীল জি–নাইন জাতের কলাগাছের চারা বিতরণ করা হয়। দ্য টরন্টো কলকাতা ফাউন্ডেশন – কানাডা এই উদ্যোগের মূল দাতা সংস্থা। অর্থায়ন করেছেন ডঃ শংকর দাশগুপ্ত ও মিসেস সুজান দাশগুপ্ত। চারা বিতরণ কার্যক্রমটি পরিচালনা করে মালদা সহযোগিতা সমিতি, এবং সহযোগিতায় ছিল উজ্জীবন সোসাইটি, দক্ষিণ দিনাজপুর। শিবিরে উপস্থিত ছিলেন উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস, শ্যামপুর আইসিডিএস কেন্দ্রের কর্মী চন্দনা দাস সেন ও সোনা দাস সাহা। উজ্জীবন সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুপ্রিয়া দাস। বক্তৃতাকালে সুরজ দাস শিশু সুরক্ষা, বাল্যবিবাহ ও নারী পাচারের ক্ষতিকর দিক সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন। একই বিষয়ে বক্তব্য রাখেন চন্দনা দাস সেনও। এদিন প্রায় ৮০টি পরিবারের হাতে উন্নতমানের কলা গাছের চারা তুলে দেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। স্থানীয় মানুষজন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, এতে যেমন শিশুদের পুষ্টির ঘাটতি পূরণে সহায়তা হবে, তেমনি পরিবারগুলির স্বনির্ভরতা বাড়াতেও কার্যকর ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *