জামালপুরে শহীদ উত্তম ভুলের স্মরণসভা, উপস্থিত বিধায়ক অলক মাঝি ও দলীয় নেতৃত্ব।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- যথাযোগ্য মর্যাদায় পূর্ব বর্ধমানের জামালপুরে শহীদ উত্তম ভুলের স্মরণসভা করা হলো আজ। জোতশ্রীরাম অঞ্চলের শিয়ালিতে করা হয় আইনস্মরণ সভা। প্রসঙ্গত বাম আমলে সিপিএমের হার্মাদ বাহিনীর হাতে খুন হয়ে শহীদ হন উত্তম ভুল, পাঁচু গোপাল রুইদাস , ইসাহাক মল্লিক । রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সমস্ত শহীদের সম্মানের সাথে স্মরণ করে আসছে। জামালপুরে আজকের এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল,অঞ্চল সভাপতি তপন দে, শেখ মিন্টু, উত্তম ভুলের স্ত্রী অঞ্জলী ভুল ও দুই পুত্র অভিক ও চিরঞ্জীব ভুল। প্রথমেই শহীদ বেদীতে মাল্য দান করে তাঁদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানো হয়। মেহেমুদ খাঁন বলেন সেই সময় সিপিএমের আমলে শুধু তৃণমূল করত বলে আজকের দিনে উত্তম ভুলকে খুন করা হয়। দলের প্রতি উত্তম ভুলের অবদান ভোলার নয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় প্রতিবছরই তাঁরা শহীদদের উদ্দেশ্যে স্মরণ সভা করেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন সরকারে আসার পর মুখ্যমন্ত্রী এই শহীদ পরিবার গুলোকে ভুলে যাননি। তাই উত্তম ভুলের দুই ছেলেকেই চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং ওনার স্ত্রীকে করা হয়েছে পঞ্চায়েত সমিতির সদস্য। তিনি বলেন উত্তম ভুল সারা জীবন তাঁদের মনের মণিকোঠায় উজ্জ্বল হয়ে থাকবে। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন উত্তম ভুলের মতোই এরকম অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে দল আজ ক্ষমতায়। তাই দল এঁদের ভুলে যায়নি। মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রদ্ধা ও সম্মানের সাথে এই বির শহীদদের স্মরণ সভা করা হয়। উত্তম ভুলের মত শহীদদের দেখানো পথেই তাঁরা চলবেন। তাঁদের অসমাপ্ত কাজ করবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *