SIR প্রক্রিয়া নিয়ে চার জেলার প্রতিনিধিদের বৈঠক মেচেদায়, বললেন সিদ্দীকুল্লাহ—“ভয় পাওয়ার কিছু নেই”।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে এস আই আর প্রক্রিয়া শুরু হয়েছে। আর এই এসআইআর প্রক্রিয়ার শুরু থেকেই শুরু হয়েছে নানা বিতর্ক। তবে জমিয়তে উলেমায়ে হিন্দের পক্ষ থেকে সারা রাজ্যে এই নিবিড় ভোটার লিস্টের প্রক্রিয়া যে শুরু হয়েছে, তা জন মানষে প্রচারের উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় জমিয়াতে উলামায়ে হিন্দের নেতৃত্ব ও কর্মীদের নিয়ে শুরু হয়েছে সচেতনতা বৈঠক। একইভাবে আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর,,পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলার নেতৃত্বদের নিয়ে করা হলো এস আইআর সচেতনতা বৈঠক। আজ পূর্ব মেদিনীপুরের মেচেদার একটি সভাগৃহে চার জেলার প্রতিনিধিদের নিয়ে করা হলো বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দীকুল্লাহ চৌধুরী। তিনি জানান, রাজ্যের বিভিন্ন নেতৃত্বের সঙ্গে কথা বলে জানা গেছে সুষ্ঠ ভাবে চলছে প্রক্রিয়া।তবে ভয় বা আতংকের কোনো কারণ নেই। তবে বিভিন্ন জায়গায় যে বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, কিছুটা দায়ী ইলেকশন কমিশনার।সাধারণ মানুষকে এই SIR সম্পর্কে ট্রেনিং দেওয়া। তবে জমিয়তে উলামায়ে হিন্দ মনে করে, বিজেপি ইলেকশন কমিশনার কে সাথে নিয়ে ভোটার লিস্টে কিছু কারচুপি করার।ভোটার লিস্ট থেকে কিছু মানুষের নাম বাদ দেওয়া,এমনই মন্তব্য করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দি্ীকুল্লাহ চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *