
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ৮ নম্বর আমকোপা অঞ্চলের কুসুমডহরী এলাকায় SIR নিয়ে কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল ও পথসভা করল তৃণমূল নেতা কর্মীরা, এই দিন এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা, এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম সিংহ রায়, ব্লক সভানেত্রী মিঠু পতিহার, পুতুল অধিকারী,গ্রাম পঞ্চায়েতের প্রধান মালা আহির,বকুল তেওয়ারী সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। এই দিন কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক এই মিছিলে পা মিলিয়েছেন ।












Leave a Reply