পড়তে চাই,নিজের বিয়ে নিজে আটকে দিয়ে বীরাঙ্গনা স্বীকৃতি পেল গড়বেতার বেনাচাপড়ার ছাত্রী সুমনা,সম্বর্ধনা দিলো বিধায়ক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদাতা:- পড়তে চাই,এই আশা নিয়ে নিজের বিয়ে আটকে দিয়ে বীরাঙ্গনা স্বীকৃতি পেল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের বেনাচাপড়া গ্রামের ছাত্রী সুমনা মুর্মু। জানা গিয়েছে সুমনা,নোয়ারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী,বিদ্যালয়ের সহযোগিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য বিদ্যালয় সহ এলাকার ছাত্র-ছাত্রীদের বাল্যবিবাহ রোধ নিয়ে পদযাত্রা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা, এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী অসীম সিংহ রায়, মিঠু পতিহার,বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবনারায়ন দত্ত সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ। উল্লেখ্য দিন আনা দিন খাওয়া পরিবারের কন্যা ছিলেন সুমনা,উচ্চশিক্ষিত হওয়ার লক্ষ্যে ভালো পড়াশোনায় খ্যাতি অর্জন করেছিলেন সুমনা,কিন্তু পরিবারের তরফে তার বিয়ে ঠিক করা হলে সুমনা সরাসরি প্রধান শিক্ষকের কাছে শরণাপন্ন হয়,এবং প্রধান শিক্ষক শিশু অধিকার সুরক্ষা কমিশনের ১০৯৮ ডায়াল করে সমস্ত বিষয় জানান,আর কয়েক দিনের মধ্যেই সুমনার বাড়িতে জেলা প্রশাসনের পাঁচ মহিলা আধিকারিক গিয়ে পরিবারকে বুঝিয়ে সেই বিয়ে বন্ধ করেন। এরপরেই গত বৃহস্পতিবার মালদাহ জেলাতে আন্তর্জাতিক শিশু অধিকার দিবসের দিনে সুমনার হাতে বীরাঙ্গনা পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *