
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- ৭৮তম এনসিসি দিবস উপলক্ষে বালুরঘাট আদর্শ ললিত মোহন বিদ্যালয়ে সেভেন বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসি-র উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য অনুষ্ঠান। সকালে এনসিসি গান বাজানোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে উত্তোলন করা হয় এনসিসি পতাকা। বিদ্যালয়ের প্রাঙ্গণে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের টিচার ইনচার্জসহ সেভেন বেঙ্গল ব্যাটালিয়নের জওয়ান ও এনসিসি সদস্যরা। অনুষ্ঠান শেষে এনসিসি ক্যাডেটরা একটি বর্ণনাট্য মিছিল বের করেন, যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের অনুষ্ঠানে দেশপ্রেম, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের বার্তা তুলে ধরা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।












Leave a Reply