স্লোভাকিয়ায় ভারতের প্রতিনিধিত্বে সুকান্ত, দক্ষিণ দিনাজপুরে গর্বের মুহূর্ত।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মধ্য ইউরোপের দেশ স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় OECD–এর উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হতে চলেছে “Future of AI Education” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। শিক্ষা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে এই গুরুত্বপূর্ণ সমাবেশে ৩৮টি দেশ অংশগ্রহণ করবে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতবর্ষের পক্ষ থেকে এই সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন ভারত সরকারের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ড. সুকান্ত মজুমদার।
এ খবরে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে জেলার প্রতিনিধিত্ব নিঃসন্দেহে এক বড় সাফল্য বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *