
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা: বিপুল পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেট সহ একজন ব্যক্তিকে গ্রেফতার করল ফালাকাটা থানার পুলিশ। গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে ফালাকাটার সুভাষ পল্লী এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মনু বর্মন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের কাছ থেকে ১৪,৪০০টি পায়েভন স্পাস প্লাস নামের নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হয়েছে।ঘটনায় ধৃতের বিরুদ্ধে আইনের নির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে পেশ করা হয়েছে। তদন্তের স্বার্থে তাকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ জানিয়েছে, এলাকায় অবৈধ মাদক পাচার ও মজুতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।












Leave a Reply