
মালদা-গাজোল, নিজস্ব সংবাদদাতা:- দুর্গাপূজা ও কালী পুজোয নিষিদ্ধ হওয়া বাজি আটক করেছিল গাজোল থানার পুলিশ। শনিবার গাজোল থানায় এসে পৌঁছায় বোম স্কোয়ারড দফতরের কর্মীরা। এই দিন দুপুরে গাজোলের সিঁদুর মুছি সংলগ্ন এলাকায় নির্জন জায়গায় । উদ্ধার হওয়া নিষিদ্ধ বাজিগুলি নিয়ে সেখানে একটি গর্তর মধ্যে প্রথমে নিয়ম ভাবে রাখা হয়। ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল দপ্তরের কর্মীরা। গাজোল থানার পুলিশ প্রশাসনের প্রস্তুতিতে। নিষিদ্ধ হওয়া বাজি পটকাগুলি আগুন ধরিয়ে নিষ্ক্রিয় করা হয়।। এই সময় উপস্থিত ছিল স্বাস্থ্য দপ্তরের কর্মীরাও। বেশ কিছুক্ষণ ধরে এলাকায় বাজি পটকা আওয়াজ ছাড়তে থাকে দীর্ঘক্ষণ ধরে। অবশেষে প্রতিবছরের ন্যায় এ বছরও নিষিদ্ধ বাজি উদ্ধার করে শনিবার দুপুরে নিষ্ক্রিয় করা হয় বোম ডিসপোজাল কর্মীদের দ্বারা।












Leave a Reply