
মালদা, নিজস্বসংবাদদাতা:— আগামী ৩রা ডিসেম্বর মালদার গাজোলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় জনসভাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা উঠেছে তুঙ্গে। যার অঙ্গ হিসেবে শুক্রবার গাজোল কলেজ মাঠের সভাস্থল শুক্রবার পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা। সঙ্গে ছিলেন জেলা পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক। ছিলেন সভার উদ্যোক্তা জেলা তৃণমূলের একাধিক নেতানেত্রী। এদিন মাঠ পরিদর্শনকালে হাজির ছিলেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সী, জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু, গাজোল ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার সরকার সহ অন্যান্যরা। সকলের উপস্থিতিতে এদিন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা গাজোল মাঠ পরিদর্শন করেন। কোথায় সভামঞ্চ হচ্ছে, কোথায় হচ্ছে হেলিপ্যাড, পার্কিংজোন ইত্যাদি নানান বিষয় তারা খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার সুনিশ্চিত করতে কোথায় কী ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন বলে জানা গেছে।












Leave a Reply