তৃণমূল সরকারের দুর্নীতি ও SIR ইস্যুতে তীব্র আক্রমণ; বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’ কাঁথিতে — বক্তব্যে সরব শুভেন্দু অধিকারী।

খেজুরী, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকারের ‘সীমাহীন চুরি, দুর্নীতি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন এবং SIR প্রকল্প নিয়ে মিথ্যাচার’-এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিজেপি কাঁথি সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত হয় ‘পরিবর্তন সংকল্প সভা’। বৃহস্পতিবার খেজুরীর বাঁশগোড়া বাজারে অনুষ্ঠিত এই সভায় বিপুল জনসমাগম হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্যে তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। রাজ্যের প্রশাসনিক ব্যর্থতা, দুর্নীতি, রাজনৈতিক সন্ত্রাস এবং SIR বিষয়ক বিভ্রান্তিমূলক প্রচার নিয়ে তিনি শাসক দলকে একহাত নেন। শুভেন্দু অধিকারী দাবি করেন, “এই সরকারের হাত থেকে বাংলাকে বাঁচাতে এখন পরিবর্তনই একমাত্র পথ।”

বিজেপির জেলা নেতৃত্বের বক্তব্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল সরকারের ‘দুর্নীতির পাহাড়’-এর বিরুদ্ধে মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে, আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশই আজকের এই সভা।
‘পরিবর্তন সংকল্প সভা’কে কেন্দ্র করে এলাকায় উৎসাহ দেখা যায় কর্মী-সমর্থকদের মধ্যে। সভা শেষে বিজেপি নেতৃত্ব জানায়, আগামী দিনে আরও বড় আন্দোলনের মাধ্যমে তারা “পরিবর্তনের ডাক” রাজ্যজুড়ে পৌঁছে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *