
মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা জেলার অন্যতম পর্যটন স্থান গাজোল ব্লকের আদিনা ডিয়ার পার্ক। শীতের মৌসুমে ভ্রমণ পিপাসুরা ঘুরতে আসেন অনেকেই। আদিনা ডিয়ার পার্কের হরিণ দেখতে আসেন বহু পর্যটক। ডিসেম্বর মাস পরতেই শুরু হয়ে যাবে বিপুল পরিমাণে পর্যটকের আনাগোনা। পর্যটকদের সুবিধার জন্য আদিনা ডিয়ার পার্কের ভেতরে পরিকাঠামো উন্নয়নের কাজ চলবে তাই পয়লা ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে আদিনা ডিয়ার পার্ক। সাত দিন বন্ধ থাকায় প্রবেশ নিষেধ থাকবে সাধারণের। পর্যটকদের অতিরিক্ত সুবিধার জন্য ঢেলে সাজানো হচ্ছে আদিনা ডিয়ার পার্কে। বিশেষ করে আদিনা ডিয়ার পার্কের মূল প্রবেশ গেট দিয়ে যে রাস্তা গেছে সে রাস্তা সংস্কার পাশাপাশি শৌচালয় এবং বিভিন্ন জায়গা গুলি মেরামত করা পাখির খাচা মেরামত করা একাধিক বিষয় নিয়ে পর্যটকদের সুবিধার জন্য সাত দিন বন্ধ থাকবে আদিনা ডিয়ার পার্ক।












Leave a Reply