
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্বসংবাদদাতা :- ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে বালুরঘাটের পৌর এলাকায় প্রায় ৯ কোটি টাকার কাজ হতে চলেছে। এরমধ্যে এদিন বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে ১ কোটি ২৯ লক্ষ টাকার কাজের ওয়ার্ক অর্ডার ঠিকাদারদের হাতে তুলে দেওয়া হয় বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে। এদিন বালুরঘাট পৌরসভার সভাগৃহ ‘সুবর্ণরতট’ এ একটি অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকাদারদের ওয়ার্ক অর্ডার দেয়া হয়। উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ বালুরঘাটের ২৫ টি ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর আধিকারিকরা।
বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ বালুরঘাট পৌরসভার ২৫ টি ওয়ার্ডে মোট ৩৫ টি ক্যাম্প হয়েছিল। বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের মতামত নিয়ে মোট ৩৪৮ টি কাজের অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বালুরঘাট পৌরসভা সেই কাজের ২৮২ টি ভেটিং করে এনেছে। যা কম্বাইন্ড করে, ৫৬ টি কাজের টেন্ডার করা হয়েছে। এই কাজে প্রায় ৯ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।
এদিন সেই কাজের ২০ টি ওয়ার্ক অর্ডার টেন্ডার প্রাপ্ত ঠিকাদারদের বিলি করা হয়। এই ২০ টি কাজের ব্যায় বরাদ্দ ১ কোটি ২৯ লক্ষ টাকা।












Leave a Reply