
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুরে নাবালিকা মেয়েদের ধর্ষণের ঘটনায় ২০ বছরের সশ্রম কারাদণ্ড সৎ বাবার। মঙ্গলবার দোষী সাব্যস্ত বাবা কে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বালুরঘাট জেলা আদালতের বিচারক শরণ্যা সেন প্রসাদ।
নির্যাতিতা নাবালিকার পারিবারিক সূত্রে জানাগেছে, ২০২৪ সালের জুন মাসে নাবালিকা মেয়েদের ধর্ষণের ঘটনাটি প্রকাশ্যে আসে, তখন নির্যাতিতা নাবালিকার মা বালুরঘাট থানায় তার দ্বিতীয় পক্ষের স্বামীর বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, নবম শ্রেণিতে পাঠরতা তাঁর মেয়েকে স্বামী ধর্ষণ করেছেন এবং ফলস্বরূপ সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বালুরঘাট থানার পুলিশ অভিযুক্ত সৎ বাবাকে গ্রেফতার করে পকসো আইনে বালুরঘাট আদালতে মামলা করে।
বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান, নিগৃহীতার মা গত ১৮ জুন,২০২৪, বালুরঘাট থানায় অভিযোগ করেছিলেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই বিচারক শরণ্যা সেনপ্রসাদ গত শনিবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। এদিন মঙ্গলবার বিচারক দোষী ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড, তৎসহ ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদন্ডের নির্দেশ দেন।












Leave a Reply