
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আদিবাসী সিঙ্গেল অভিযানের ডাকে সোমবার দুপুরে বালুরঘাট জেলাশাসক দপ্তরের সামনে সিঙ্গেল অভিযানের সদস্যদের অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান কর্মসূচি। সাঁওতালি মাধ্যমে পূর্ণাঙ্গ শিক্ষার ব্যবস্থা, ফেক এস টি সার্টিফিকেট দেওয়া বন্ধ এবং সরনা ধর্মের পৃথক কলম কোডের দাবিতে আদিবাসী সিঙ্গেল অভিযানের এই ডেপুটেশন প্রদান অনুষ্ঠানে প্রায় ২০০ আদিবাসী সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন এবং জেলা শাসকের দপ্তরের সামনে রাস্তায় বসে পড়ে তারা অবস্থান বিক্ষোভ শুরু করেন। দীর্ঘদিন ধরেই আদিবাসী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাঁওতালি মাধ্যমে পূর্ণাঙ্গ শিক্ষা এবং আদিবাসী নং এমন মানুষ এস টি সার্টিফিকেট দেওয়া হচ্ছে বলে এই সংগঠনের অভিযোগ এবং তারা সরকারি চাকরি সহ অন্যান্য সুযোগ-সুবিধায় ভাগ বসাচ্ছে।












Leave a Reply