
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার দুপুর দুটো নাগাদ বালুরঘাটের উত্তর চকভবানী এলাকায় অবস্থিত সেচ দপ্তরের এগ্রীমেক অফিসের ছাঁটাই হওয়া কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। তাঁরা চাকরিতে পুনর্বহালের দাবিতে অফিসের গেটে তালা ঝুলিয়ে দেন এবং থালা হাতে বিক্ষোভ প্রদর্শন করেন।
গত দুর্গাপূজার ঠিক আগে হঠাৎই ২২ জন অস্থায়ী কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়েছিল। সেই সময় বিক্ষোভের মুখে নির্বাহী আধিকারিক পুনর্বহালের আশ্বাস দিয়েছিলেন বলে কর্মীদের দাবি।
বিক্ষোভকারীদের অভিযোগ, আশ্বাসের এক মাসেরও বেশি সময় পার হলেও তাঁদের পুনর্বহাল করা হয়নি। এমনকি, কর্মরত থাকাকালীন তাঁদের তিন মাসের বকেয়া মজুরিও প্রদান করা হয়নি। এদিন তৃণমূলের শ্রমিক সংগঠনের পতাকা নিয়ে তাঁরা বিক্ষোভে অংশ নেন।












Leave a Reply