
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- মা কে দা দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত ছেলের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বালুরঘাট আদালতের। শুক্রবার দোষী সাব্যস্ত এর পর এদিন শনিবার বালুরঘাট জেলা আদালতের বিচারক মানস বসু এই রায় দেন।
২০১৯ সালের ২৬ শে মার্চ, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের গিরীশচন্দ্র দাস তার মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ করেন তার বাবা পেশায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী গৌর চন্দ্র দাস। কুমারগঞ্জ থানার পুলিশ মামলা রুজু করে। দীর্ঘ কয়েক বছর মামলা চলার পর গতকাল অভিযুক্তকে দোষী ঘোষণা করেন বালুরঘাট আদালতের বিচারক মানস বসু। এদিন তিনি যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেন।
বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তীর জানান, ঘটনাটি ঘটেছিল ২৬ মার্চ ২০১৯ তারিখে। অভিযুক্ত গিরিশচন্দ্র দাস তার মাকে নির্মমভাবে লোহার দা দিয়ে আঘাত করে হত্যা করেন। গতকাল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার পর, এদিন দোষী ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক মানস বসু। তৎসহ দশ হাজার টাকা জরিমানা, অনাদায় অতিরিক্ত দুই বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন তিনি।












Leave a Reply