মুখ্যমন্ত্রীর গাজোল সফরের আগে দাবি সনদ পেশ করল আদিবাসী সেঙ্গেল অভিযান।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- আগামী বুধবার গাজোল কলেজ মাঠে জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই সোমবার বিডিওর মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে একগুচ্ছ দাবি সনদ পেশ করলো আদিবাসী সেঙ্গেল অভিযান। সংগঠনের উত্তরবঙ্গ জোনাল প্রেসিডেন্ট মোহন হাঁসদার নেতৃত্বে বিডিওর কাছে ডেপুটেশন প্রদান করা হয়।মোহন বাবু বললেন – বুধবার গাজোলে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী। আমাদের সংগঠনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু দাবি বিডিওর মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর কাছে পেশ করলাম। আমাদের মূল দাবি – সাঁওতালি ভাষায় পঠন পাঠানোর জন্য পৃথক সাঁওতালি বোর্ড গঠন করতে হবে। উত্তরবঙ্গের আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে সাঁওতালি মাধ্যমে শিক্ষার পরিকাঠামো গড়ে তুলতে হবে। পর্যাপ্ত পরিমাণে আদিবাসী ভাষার শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ করতে হবে। বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে অ- আদিবাসীদের তপশিলি উপজাতি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। অবিলম্বে এটি বন্ধ করতে হবে। ইতিমধ্যে যে সমস্ত অ – আদিবাসীদের এই সার্টিফিকেট দেওয়া হয়েছে তা বাতিল করতে হবে। ভূমি দপ্তরের প্রত্যক্ষ মদতে আদিবাসীদের জমি হস্তান্তর করা হচ্ছে। আদিবাসীদের হস্তান্তরিত জমি ফিরিয়ে দিতে হবে। সারনা ধর্মের পৃথক কলাম কোড চালু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *