
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- সুবর্ণ জয়ন্তী বর্ষের পশ্চিম দিনাজপুর জেলা প্রেস ক্লাব। ২০২৬-এ পঞ্চাশে পা দিতে চলেছে পশ্চিম দিনাজপুর জেলা প্রেস ক্লাব। এই উপলক্ষে 30 শে নভেম্বর ২০২৫, রবিবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের আয়োজনে গঠন করা হলো পশ্চিম দিনাজপুর জেলা প্রেস ক্লাব সুবর্ণ জয়ন্তী উৎসব কমিটি।
১৯৭৭ সালে পশ্চিম দিনাজপুর জেলা প্রেস ক্লাবের পথ চলা শুরু। রাধামোহন মহন্ত, পীযুষ কান্তি দেব, সুনীল চন্দ্র কল্যাণ কুমার চট্টোপাধ্যায় সহ বলিষ্ঠ সাংবাদিকদের হাত ধরে গুটি গুটি পায়ে এগিয়ে এসেছে পশ্চিম দিনাজপুর জেলা প্রেস ক্লাব। এরপর ১৯৯৪ সালে ভৌগোলিক কারণে পশ্চিম দিনাজপুর জেলা বিভক্ত হয়ে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা তৈরি হয়। পশ্চিম দিনাজপুর জেলা প্রেস ক্লাবের ঐতিহ্য ধরেই ৫০ বছর পেরিয়ে এসেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাব। ২০২৬ সালে সারা বছর ৫০ বছর পূর্তি উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাব। সেই উপলক্ষেই এদিন সুবর্ণ জয়ন্তী উৎসব কমিটি গঠন করা হয় উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে। ৫০ বছর পূর্তিতে বিভিন্ন সামাজিক কাজকর্ম খেলাধুলা স্বাস্থ্য শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করবে এই উদযাপন কমিটি বলে জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের বর্তমান সম্পাদক পবিত্র মহন্ত।












Leave a Reply