
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুর ঘটনা কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন রাঙ্গামাটি এলাকায়, পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত মহিলার নাম ছবিলা বেগম বিবি,বয়স আনুমানিক ৩৭ বছর,বাড়ি মেটাডহর এলাকায়,সূত্রে আরো জানা গিয়েছে বুধবার দুপুরের পর চন্দ্রকোনারোড-ঘাটাল গামী রাজ্য সড়ক ধরে স্বামী-স্ত্রী যাওয়ার মেটাডহর এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় স্ত্রী,সামান্য আঘাত পায় স্বামী, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে।












Leave a Reply