কুমারগঞ্জ ব্লকে বাল্যবিবাহ মুক্ত ও নেশামুক্ত সমাজ গঠনে বিশেষ আলোচনা সভা।

কুমারগঞ্জ-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আজ কুমারগঞ্জ ব্লকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ও নেশামুক্ত বাংলা গঠনের লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা (ইন্টারেক্টিভ সেশন) অনুষ্ঠিত হয়। কুমারগঞ্জ ব্লকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সহযোগিতায় ছিল ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার দফতর, শক্তি বাহিনী, বাপু এবং মধ্য রামকৃষ্ণপুর গ্রামীণ উন্নয়ন সমিতি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
শ্রীবাস বিশ্বাস (বিডিও, কুমারগঞ্জ ব্লক),
উমা রায় (সভাপতি, কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতি),
দীপান্বিতা বর্মন (ওসি সোশ্যাল ওয়েলফেয়ার, দক্ষিণ দিনাজপুর),
পবিত্রা বর্মন (জয়েন্ট বিডিও, কুমারগঞ্জ ব্লক),
মিজানুর রহমান (জেলা কো-অর্ডিনেটর, শক্তি বাহিনী),
আইসিডিএস সুপারভাইজারগণ, কুমারগঞ্জ ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা, SHG সদস্য, স্বাস্থ্যকর্মী, কন্যাশ্রী ক্লাব সদস্যরা, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।

এছাড়াও বিভিন্ন ব্লক এবং গ্রামস্তরের প্রতিনিধি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।


উপস্থিত অতিথিদের বক্তব্য (QUOTES)

শ্রীবাস বিশ্বাস, বিডিও কুমারগঞ্জ ব্লক

“বাল্যবিবাহ নির্মূল ও নেশা রোধের জন্য প্রশাসনের পাশাপাশি সমাজের প্রত্যেকটি মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। কুমারগঞ্জ ব্লক ইতিমধ্যেই এ বিষয়ে একটি শক্তিশালী আন্দোলন শুরু করেছে।”

উমা রায়, সভাপতি, কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতি

“গ্রামের প্রতিটি পরিবার সচেতন হলেই বাল্যবিবাহ ও নেশার মতো সমস্যা দূর করা সম্ভব। পঞ্চায়েত সমিতি এই বিষয়ে সর্বাত্মক সহায়তা করবে।”

দীপান্বিতা বর্মন, ওসি সোশ্যাল ওয়েলফেয়ার, দক্ষিণ দিনাজপুর

“কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক—প্রতিটি সরকারি প্রকল্প কিশোরীদের সুরক্ষা ও উন্নয়নের জন্য। পরিবারে পরিবারে পৌঁছে আমরা বাল্যবিবাহ রোধে কাজ করছি।”

পবিত্রা বর্মন, জয়েন্ট বিডিও কুমারগঞ্জ ব্লক

“একটি মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দেয় বাল্যবিবাহ। সচেতনতা বাড়লে ভবিষ্যৎ প্রজন্ম আরও সুরক্ষিত হবে। আমরা নিরলসভাবে এই উদ্যোগকে শক্তিশালী করছি।”

মিজানুর রহমান, জেলা কো-অর্ডিনেটর, শক্তি বাহিনী

“নেশার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরিবার, স্কুল, ক্লাব—সবাই একসাথে এগোলে নেশামুক্ত সমাজ গড়া সম্ভব।”

আইসিডিএস সুপারভাইজারবৃন্দ

“স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষার মাধ্যমেই শিশুর ভবিষ্যৎ গড়ে ওঠে। বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের কেন্দ্রে নিয়মিত সচেতনতা আলোচনা চলছে।”

গ্রাম পঞ্চায়েত প্রধান ও সদস্যরা

“প্রতিটি গ্রামে নজরদারি বাড়ানো হবে। কোনো বাল্যবিবাহের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানো হবে।”

SHG সদস্যরা

“মহিলাদের নেতৃত্বেই গ্রামের পরিবর্তনের সূচনা হবে। নেশা-বিরোধী প্রচার ও কিশোরীদের দক্ষতাবৃদ্ধিতে আমরা কাজ করব।”

স্বাস্থ্যকর্মীরা

“নেশা পরিবার ও সমাজকে ধ্বংস করে। তাই স্বাস্থ্য দপ্তর ধারাবাহিকভাবে গ্রামে গ্রামে সচেতনতা বৃদ্ধি করছে।”

কন্যাশ্রী ক্লাব সদস্যারা

“আমরা নিজের ভবিষ্যৎ নিজেরাই গড়তে চাই। বাল্যবিবাহ রোধে প্রতিটি কন্যাশ্রী সদস্য একজন সচেতনতাদূত হিসেবে কাজ করবে।”

শিক্ষক-শিক্ষিকাবৃন্দ

“বিদ্যালয়ে নিয়মিত কাউন্সেলিং ও সচেতনতা ক্লাস নেওয়া হবে। দায়িত্ববান সমাজ গঠনের পথ শিক্ষা থেকেই শুরু হয়।”


আলোচনা সভার মূল দিকগুলো

  • বাল্যবিবাহ প্রতিরোধ
  • নেশামুক্ত সমাজ গঠন
  • কিশোরী সুরক্ষা ও ক্ষমতায়ন
  • স্কুলছুট সমস্যা
  • পরিবারভিত্তিক সচেতনতা
  • গ্রামভিত্তিক নজরদারি

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেই কুমারগঞ্জ ব্লককে বাল্যবিবাহ মুক্তনেশামুক্ত ব্লক হিসেবে গড়ে তুলতে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *