
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ত্রিমোহিনী NH-512 থেকে মাছ বাজার হয়ে অসীম সরকারের বাড়ি পর্যন্ত নতুন সিসি রাস্তার নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হল আজ দুপুর ১২টা ৩০ মিনিটে। হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক চিরঞ্জিত সরকার, ত্রিমোহিনী গ্রাম পঞ্চায়েতের প্রধান বিথীকা ঘোষ, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মিহির কুমার সরকারসহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করেন।
স্থানীয় দোকানদার ও বাসিন্দাদের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়ে প্রায় ৫০০ মিটার দীর্ঘ এই রাস্তার নির্মাণ শুরু হলো। পথশ্রী প্রকল্পের অধীনে প্রায় সাত লক্ষ ১৬ হাজার টাকা ব্যয়ে নির্মিত হতে চলা এই সড়কটি বাজার ও সংলগ্ন গ্রামাঞ্চলের যাতায়াত ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে।
উপস্থিত সাধারণ মানুষ জানান, রাস্তা তৈরি হলে ত্রিমোহিনী বাজারে যাতায়াত আরও সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে। অনুষ্ঠান শেষে সকলেই দ্রুত কাজ সম্পন্নের আশা প্রকাশ করেন।
“ত্রিমোহিনীতে ৫০০ মিটার সিসি রাস্তার উদ্বোধন: পথশ্রী প্রকল্পে নতুন যাতায়াত সুবিধার আশায় স্থানীয়রা”












Leave a Reply