
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- পথশ্রী প্রকল্পের অন্তর্গত ফালাকাটা পুরসভা এলাকায় নতুন বারোটি রাস্তার ভার্চুয়ালি শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাস্তা শিলান্যাস অনুষ্ঠান উপলক্ষে ফালাকাটা পুরসভা দপ্তর প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সমস্ত কাউন্সিলরদের উপস্থিতি উপস্থিতিতে প্রজেক্টর এর মাধ্যমে এই অনুষ্ঠান সম্প্রচার করা হয়। ফালাকাটা পুরসভার চেয়ারম্যান অভিজিৎ রায় বলেন, ফালাকাটা পুরসভার বিভিন্ন ওয়ার্ডের ১১ কিলোমিটারের বেশি রাস্তা তৈরি হবে এর জন্য অর্থ বরাদ্দ হয়েছে প্রায় ৯ কোটি ৩০ লক্ষ টাকা।মুখ্যমন্ত্রী এই রাস্তাগুলোর ভার্চুয়ালি শিলান্যাস করলেন। আগামী দু মাসের মধ্যে এই এই রাস্তাগুলল সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।












Leave a Reply