জমির মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো কার্তুজ, চাঞ্চল্য শালবনির আজনাশুলি গ্রামে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- জমির মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো কার্তুজ । দীর্ঘদিন বাদে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল এলাকায় কার্তুজ উদ্ধার যা নিয়ে চাঞ্চল্য এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা গেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের কাশিজোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আজনাশুলি গ্রামে মাঠে ইঁদুর ধরার জন্য মাটি কাটছিল বেশ কিছু আদিবাসী মানুষজন । সোমবার সাত সকালে ইঁদুর ধরার মাটি কাটতে গিয়ে কার্তু যুদ্ধারে হতভম্ব এলাকার মানুষজন । প্রাক্তন সিপিএম নেতা সুকদেব মাহাতোর জমিতেই এই কার্তুজ উদ্ধার হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর ।
তুমি যেটুকু জানা যাচ্ছে বহু পুরানো কার্তুজ মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়েছিল । আর যা মাটি খুঁড়তেই বেরিয়ে আসলো সোমবার,
গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনাটি ঘিরে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শালবনী থানার পুলিশ গিয়ে কার্তুজ গুলিকে উদ্ধার করে। অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়তে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *